মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং ওয়াশিংটন ডিসিকে ফেডারেল নিয়ন্ত্রণে আনবেন। কারণ মেয়র মুরিয়েল বাউজার বলেছেন,শহরের পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সঙ্গে সহযোগিতা করবে না। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন হুমকি দেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন,কেবল কয়েক সপ্তাহেই এই ‘জায়গা’ পুরোপুরি বদলে গেছে।কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কার্যত কোনো অপরাধ নেই। ট্রাম্পের পোস্টের বিষয়ে বাউজারের অফিস সঙ্গে সঙ্গে কোনও মন্তব্য করেনি। ট্রাম্পের মতে, যদি পুলিশ আইসিইর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয়, তাহলে ‘অপরাধ পুনরায় ছড়িয়ে পড়বে।’ তিনি আরও বলেন, ‘ওয়াশিংটন ডিসির জনগণ ও ব্যবসার উদ্দেশ্যে বলছি, চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গে আছি এবং এটি ঘটতে দেব না। আমি জাতীয় জরুরি অবস্থা...