রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭টি হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁদের মধ্যে ৩৯ জন নারী প্রার্থী। এর মধ্যে সম্পাদকীয় পদে ২৯ জন ও নির্বাহী সদস্য পদে ১৩ জন। এদিকে ছাত্রীদের চারটি হলে চারটি পদে কোনো প্রার্থী দাঁড়াননি। এর মধ্যে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক এবং রোকেয়া, রহমতুন্নেছা ও জুলাই-৩৬ হলে একটি করে নির্বাহী সদস্য পদ ফাঁকা রয়েছে। গতকাল রোববার রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন জানায়, একক প্রার্থী হওয়ায় তাঁরা নির্বাচিত হয়েছেন। ফাঁকা পদগুলো শূন্য রেখেই কার্যক্রম চলবে। কোন হলে কতজন নির্বাচিতচূড়ান্ত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বেগম খালেদা জিয়া হলে। এ হলে...