১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া আরও এক শিক্ষার্থী রোহানকে (১৪) ছাড়পত্র দেবে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে ছাড়পত্র দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, ৪৫ শতাংশের বেশি বার্ন নিয়ে ভর্তি হওয়া রোহান এখন সুস্থ। ছাড়পত্র দেওয়ার আগে ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীনের অফিস কক্ষে তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি নিয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে। রোহানকে ছাড়পত্র দেওয়ার পর ইনস্টিটিউটে আরও ১৫ শিক্ষার্থী চিকিৎসাধীন থাকবে। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। সবাই এখন শঙ্কামুক্ত। গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে...