১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পি.আর পদ্ধতি, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনের খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলার নেতাকর্মীরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলার আয়োজনে পি.আর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনের খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলার সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে এবং উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এসে গণ-সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় সমাবেশে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওসমান আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত...