এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দলটির ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কোনো ক্রিকেটার। ম্যাচ শেষ সাধারণত দুই দলের ক্রিকেটার ও স্টাফদের হ্যান্ডশেককে ক্রিকেটে সৌজন্যতা হিসেবে দেখা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারতীয়দের হ্যান্ডশেকে অনীহার বিষয়টি নিয়ে তাদের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) হলেও যেহেতু সব আন্তর্জাতিক ম্যাচ, তাই আইসিসির আচরণবিধিই প্রযোজ্য। আইসিসি বরাবরই খেলোয়াড়সুলভ আচরণের কথা বলে এসেছে। তবে নিয়মে কোথাও লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক। আরও পড়ুনআরও পড়ুনজানা গেল ‘হ্যান্ডশেক কাণ্ডের’ নেপথ্য কাহিনী হাত মেলানোকে নিছক সৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হয়। কিন্তু ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই। আইসিসির আচরণবিধির ভূমিকার অংশে বলা আছে—খেলোয়াড়েরা যেন খেলা, সতীর্থ, প্রতিপক্ষ, আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান...