দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ৭০৬ কোটি টাকায় নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। তবে ডিএসইর সব ধরনের সূচকের উত্থান হয়েছে এদিন। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ছয় পয়েন্ট। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার কোটি টাকার বেশি। ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম চার মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ার পর কেনার চাপ আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৪৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৫ পয়েন্ট। এরপরে কেনার গতি কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সে উত্থান হয় ছয় দশমিক ৩৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৭৪ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস...