পাহাড়ের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙার চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি অমর সিং চাকমার সভাপতিত্বে পিসিপির মাটিরাঙা থানা কমিটির সভাপতি সুনীল ত্রিপুরা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পাল খীসা। দেশ প্রেমিক এম এন লারমা ছিলো পাহাড়ের চেতনা মন্তব্য করে প্রধান অতিথি আরাধ্য পাল খীসা বলেন, শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি বেঁচে থাকলে পাহাড়ের সামগ্রীক দৃশ্যপট পাল্টে যেতো। সেই দুরদর্শী চেতনার অগ্রদুত পাহাড়ের নক্ষত্র এমএন লারমা ষড়যন্ত্রকারীদের বুলেটের আঁঘাতে প্রাণ দিতে হয়েছিল। পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে নিতে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। মানবেন্দ্র নারায়ণ লারমা...