রংপুরের তারাগঞ্জ উপজেলায় পাঁচ মাসের এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক। নিহত শিশু ওই গ্রামের বাবু লাল ও তুলসী রানী দম্পতির দ্বিতীয় মেয়ে। পুলিশ ও স্বজনরা জানান, তুলসী রানী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার দিন সকালে কান্নাকাটি করায় দাদি পাতানী রানী শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য মা তুলসী রানীর হাতে তুলে দেন। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে শিশুটির রক্তাক্ত মৃতদেহ বাবু লালের হাতে তুলে দেন তুলসী রানী। শিশুটির বাবা হোটেল শ্রমিক বাবু লাল বলেন, “কোনো কিছু বুঝে উঠতে পারছি না। বেশ কিছুদিন ধরে আমার বউ অসুস্থ।...