নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকায় তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন চীনা নাগরিক লি ওই হাও (Li-Wei-Hao) ও বাংলাদেশি নাগরিক (সন্দেহাতীত দালাল) কুড়িগ্রামের মো. ফরিদুল ইসলাম।ভুক্তভোগী আলফা আক্তার (১৮) কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে। এ সময় আরও দুই ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।‘টু-লেট’ প্রতারণায় কারাগারে ২ তরুণী, বাদীও প্রশ্নফাঁস চক্রের সদস্যতারা হলেন একই উপজেলার গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০)। জামালপুরের মেলান্দহ উপজেলার গোপীনদী গ্রামের মৃত বছর উদ্দিনের মেয়ে বৃষ্টি (১৭)।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, চীনা...