১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের উমা রানী পোদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাংস্কৃতিক সর্ম্পাদক নির্বাচিত হয়েছেন। উমা রানী কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তার পিতা শ্রী অহলাল চন্দ্র পোদ্দার একজন কর্মকার শিল্পী। হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা,উপজেলা পেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী,সাধারন সম্পাদক জাকির হোসেন ও হোসেনপুর জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো: খায়রুল ইসলাম ফকির উমা রানীর এই সাফল্যর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর উমা রানী বলেন,মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাকে এতদূর আসতে সাহস যুগিয়েছে। ‘প্রতীতি’ নামে গোয়াইনঘাট কলেজ শিক্ষার্থীদের নতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ প্রকাশ্য...