মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ বছর ভারতে ১২শ’ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এসব ইলিশ পাঠানো হবে। তবে তা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এসব ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও প্রবাসী বাঙালীদের দাবীর প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানো হবে। তিনি আরও বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে এর...