এশিয়া কাপের ১৭তম আসর চলছে। গতকাল এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচে টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, খেলা শেষে উভয় দল মাঠে নেমে একে অপরের সাথে হ্যান্ডশেক করলেও ভারতীয় দল ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে ফিরে দরজা নক করে বসে থাকে। যে কারণে পাকিস্তান ক্রিকেট দল এদিন খেলা শেষে ম্যাচ পরিবর্তী সংবাদ সম্মেলনে যায়নি। হ্যান্ডশেক না করায় ম্যাচ রেফারি ভারতীয় দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া এশিয়া কাপ থেকেই ভারত-পাকিস্তান মাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৯ উইকেট হারিয়ে ১২৭...