মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এই এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৩০ দশমিক ৮৪ শতাংশ। থ্রি-হুইলার অর্থাৎ সিএনজি, অটোভ্যান, লেগুনাসহ বিভিন্ন অটোযানে নিহত হয়েছেন ৯৭ জন, যা ২২ দশমিক ৬৬ শতাংশ। পথচারী নিহত হয়েছেন ৮৩ জন, যা ১৯ দশমিক ৩৯ শতাংশ। বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও স্থানীয়ভাবে তৈরি যানবাহনেও উল্লেখযোগ্যসংখ্যক প্রাণহানি হয়েছে। এছাড়া দুর্ঘটনায় ৫২ জন চালক ও সহকারী নিহত হয়েছেন, যা ১২ দশমিক ১৪ শতাংশ। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ২০৭টি দুর্ঘটনা হয়েছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে, ৯০টি দুর্ঘটনা হয়েছে মুখোমুখি সংঘর্ষে, ৮৫টি পথচারীকে চাপা দিয়ে এবং ৬২টি অন্য যানবাহনের পেছনে ধাক্কা দিয়ে। শহর ও গ্রামীণ এলাকাতেও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৪৭ দশমিক ৪৫ শতাংশ, আঞ্চলিক সড়কে ২৯ দশমিক ৯৩ শতাংশ, শহরের...