নিখোঁজের কয়েক ঘণ্টা পর যশোরে রিপন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহত রিপন যশোর শহরতলীর খোলাডাংগা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। নিহতের পারিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রিপনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাননি। গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে বাড়ির উঠানে রিপনকে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। Your email address will...