শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে সাপের কামড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন ছোট্ট শিশু আসমা আক্তার। তবে তাঁর মৃত্যুটা শুধু সাপের বিষে হয়নি বড় দায়ী ছিল ভাঙাচোরা কাদাময় সেই গ্রামের রাস্তা। সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অকালে ঝরে গেল একটি প্রাণ। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম। আসমা আক্তার (৭) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ সখিপুর বেপারি কান্দি এলাকায় আবজাল হাওলাদারের মেয়ে। তিনি স্থানীয় বেপারী একাডেমি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল ছয়টার দিকে ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ আসমাকে বিষধর সাপ কামড় দেয়। আতঙ্কিত পরিবার দ্রুত তাঁকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আসমার বাড়ী থেকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ কিলোমিটার। এর মধ্যে আসমার...