আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে রোববার রাতে গোল করেছেন লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহ ও ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। বার্নলির বিপক্ষে স্পটকিক থেকে সালাহর একমাত্র গোলে জয় তোলে লিভারপুল। আর হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে সিটি। সালাহ বার্নলির বিপক্ষে গোলটি করে হয়ে গেছেন প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়াল লিগে তার গোলসংখ্যা ১৮৮। যা করেছেন দুটি ক্লাবের হয়ে। পেছনে ফেলেছেন ইংলিশদের সাবেক অ্যান্ডি কোলকে। প্রিমিয়ার লিগে সাত ক্লাবের হয়ে ১৮৭ গোল করে গেছেন কোল। সালাহর উপর আছেন ওয়েইন রুনি, হ্যারি কেন ও অ্যালান শিয়েরার। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ২৬০ গোল করেছেন ক্রিস্টাল প্যালেসের সাবেক শিয়েরার। প্রিমিয়ার লিগে হালান্ড ৫০তম ম্যাচে পূর্ণ করেছেন ৫০ গোল। যা প্রিমিয়ার লিগে দ্বিতীয় দ্রুততম। ৫০...