গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের ২৫ বছর পর স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে যাওয়ার পর তিন মাস অপেক্ষার পর নিজের স্ত্রীকে তালাক দিয়ে মানসিক কষ্টের প্রকাশ হিসেবে দুধ দিয়ে গোসল করেছেন স্থানীয় কৃষক লিটন ফারাজি (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন ফারাজি পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের দুলা ফারাজির ছেলে। সোমবার দুপুরে তিনি প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন। লিটন ফারাজি পেশায় কৃষক। লিটন ফারাজি গণমাধ্যমকে বলেন, প্রায় ২৫ বছর আগে পারিবারিক সিদ্ধান্তে পাশ্ববর্তী গ্রামের লাভলী আকতারকে বিয়ে করেছিলাম। স্বপ্ন ও আশা নিয়ে সংসার গড়েছিলাম। কখনো ভাবিনি যে সে আমাকে ছেড়ে চলে যাবে। আমাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে ইতোমধ্যেই বিবাহিত। কয়েক বছর ধরে পারিবারিক...