হবিগঞ্জের মাধবপুরে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রির ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুবলীগের নেতা হেলাল মিয়া ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো.শাহ আলমের বিরুদ্ধে। অভিযুক্ত যুবলীগের নেতা হেলাল মিয়া সম্পর্কে সাবেক বিমান পরিবহন ও পযর্টন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর চাচা। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের তথ্যমতে, উপজেলার সোনাই নদীর পাড় থেকে অবৈধভাবে উত্তোলিত এক লাখ ঘনফুট সিলিকা বালু স্থানীয় প্রশাসন জব্দ করেছিল। ২০২৩ সালের ৩ জানুয়ারি সেই বালু নিলামের জন্য অনুমোদন দেন হবিগঞ্জের জেলা প্রশাসক। ৯ মার্চ নিলাম কমিটির আহ্বায়ক হন তৎকালীন মাধবপুর উপজেলার প্রকৌশলী (এলজিইডি) মো. শাহ আলম। বালু তিন অংশে বিভক্ত করে নিলামে বিক্রয় করা হয়। মহব্বতপুরের ৯টি স্ত্তপ পান ছাত্রলীগ নেতা মেসার্স শান্ত এন্টারপ্রাইজ,মঙ্গলপুর মৌজার দশটি স্তুপ পান মেসার্স...