রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ছয়টি হলে ৩৯ জন এবং ছেলেদের একটি হলে তিন জন আছেন। সোমবার সকালে প্রার্থীদের আচরণবিধি নিয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে তিন জন, মন্নুজান হলে একজন, রোকেয়া হলে ছয় জন, তাপসী রাবেয়া হলে তিন জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেছা হলে ৯ জন এবং জুলাই–৩৬ হলের ৭ জন প্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন বলছে, যেকোনো...