ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে একে একে চারজনেরই মৃত্যু হয়েছে। এখনো জীবিত আছে দুই নবজাতক। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক নবজাতক ছেলে মারা যায়। এদিন দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর নীলক্ষেতের হোমকেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতক কন্যা মারা যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ-তে থাকা আরও দুইজন ছেলে নবজাতক মারা যায়। নবজাতকদের ফুপু ফারজানা আক্তার জানান, গত রাতে বেসরকারি হাসপাতালে থাকা এক মেয়ে বাচ্চা মারা গেছে। আজ সকাল সোয়া ১০টার দিকে ঢামেক থাকা দুই ছেলে নবজাতক মারা গেছে। এর আগে, রোববার সন্ধ্যায় ঢামেকের এনআইসিইউ-তে থাকা ছেলে নবজাতকটি মারা যায়। এই নিয়ে চার নবজাতকের মৃত্যু হলো।...