ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত জমিতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা সরকারি নিয়ম দেখিয়ে রাতের আঁধারে দখলে নিয়ে সীমানা পিলার দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ অভিযোগ করেন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ভুক্তভোগী মনোয়ার হোসেন ওরফে মোক্তার হোসেন। তার অভিযোগ, কারাগার কর্তৃপক্ষ তার জমিটি অধিগ্রহণ করতে চেয়েছিল। কিন্তু তিনি তা দেননি। পরে বিষয়টি উল্লেখ করে আদালতের নজরে আনেন। বিষয়টি নিয়ে দুটি আপিল সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও সম্প্রতি কারা কর্তৃপক্ষ সেই জমিতে থাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়ে দখলে নিয়ে পিলার দিয়েছে। মোক্তার হোসেনের দাবি, তার জমিটির অবস্থান ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে। যার পরিমাণ ৬৭ শতাংশ। জমিটি তার নামে খারিজ করা এবং তিনি দীর্ঘদিন ধরে খাজনা পরিশোধ করে আসছেন। নতুন কারাগার...