নেপালে জেন-জি আন্দোলনের সময় পার্লামেন্ট ভবন থেকে লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ফেডারেল পার্লামেন্ট সচিবালয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফেডারেল পার্লামেন্ট সচিবালয় বলে, আন্দোলনের সময় যেসব সামগ্রী বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো ফেরত দেওয়ার পাশাপাশি এসব সামগ্রীর অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোনো সামগ্রী আপনাদের কাছে থাকে, অনুগ্রহ করে তা ফিরিয়ে দিন। আর যদি কোথায় আছে বা কার কাছে আছে তা জানেন, দয়া করে ফেডারেল পার্লামেন্ট সচিবালয়কে জানান। এছাড়া সচিবালয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, আন্দোলনের সময় কারও সামগ্রী নিয়ে যাওয়ার...