এশিয়া কাপের খেলায় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত এসেছিল ‘ওপর’ মহল থেকে। গতকাল রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের কথাতেও মোটামুটি সে ইঙ্গিতই পাওয়া গেছে। ওই প্রসঙ্গে করা প্রশ্নের উত্তরে সূর্য বলেছিলেন, ‘আমরা এখানে শুধু খেলতে এসেছি। সেটাই ছিল আমাদের সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত।’ ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক বিজেপি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক জয় শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর বিজেপি সাবেক সংসদ সদস্য। মোটকথা, বিজেপিই ভারতীয় ক্রিকেটের পরিচালক। স্পষ্টতই, দক্ষিণপন্থী বিজেপি চায়নি, এশিয়া কাপে খেলতে এলেও পাকিস্তানিদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলান। পেহেলগাম হত্যাকাণ্ডের পর ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানে ভারত হামলা চালানোর পর এই প্রথম...