আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে নানা ধরনের ক্যানসার হতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় উপেক্ষিত হলো কোলন ক্যানসার। অনেকেই এই রোগ সম্পর্কে জানেন না বা গুরুত্ব দেন না, কারণ প্রাথমিক অবস্থায় এর কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু সময়মতো ধরা পড়লে এটি প্রতিরোধ ও চিকিৎসা সম্ভব।আরও পড়ুন :মাইগ্রেনের ৭ অজানা কারণআরও পড়ুন :রাতে না খেলে কমবে ওজন! জানুন পুষ্টিবিদের মতচলুন, আজ সহজভাবে জেনে নিই কলন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।মেহেদির রং গাঢ় করতে জেনে নিন ঘরোয়া টিপসকোলনক্যানসারপ্রথমেই জেনে নেওয়া জরুরি কলন ক্যানসার কী। কোলন ক্যানসার হলো এক ধরনের ক্যানসার যা আমাদের বৃহদান্ত্র বা কোলন-এ শুরু হয়। অনেক সময় এটিকে ‘কোলোরেক্টাল ক্যানসার’ বলা হয়, কারণ এটি শুধু কোলনেই নয়, রেকটাম বা মলদ্বারেও শুরু হতে পারে।সব কোলোরেক্টাল ক্যানসারের মধ্যে প্রায়...