অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রমনা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পুলিশ পরিদর্শক আক্তার মোরশেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার উপ পরিদর্শক আজিজুল হাকিম। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সে অনুযায়ী আজ রিমান্ড শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী ফারহান মো. আরাফ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি...