খেলার সৌজন্যতার যে রীতি এশিয়া কাপে সেটাই এড়িয়ে গেছে ভারতীয় দল। সামরিক সংঘাতের কথা মাথায় নিয়ে তারা পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করেনি। রবিবারের এই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আবার প্রশ্নও উঠেছে—ভারত কি ক্রিকেটের চেতনাকে অক্ষুণ্ন রাখছে? এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি ঘটনাটিকে প্রকাশ্য ‘অপমান’ হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আজকের খেলায় খেলোয়াড়সুলভ আচরণের ঘাটতি হতাশাজনক। রাজনীতি টেনে আনা খেলার চেতনার বিরুদ্ধে যায়। আশা করি, ভবিষ্যতে জয় উদযাপন হবে সবার অংশগ্রহণে, মর্যাদার সঙ্গে।’ ম্যাচের শুরুতেও উত্তেজনা ছিল। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান থামে ৯ উইকেটে ১২৭ রানে। জবাবে ১২৮ রানের লক্ষ্য ভারত সহজেই পেরিয়ে...