ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পরও নিজের কোচিং দর্শন থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ রুবেন আমোরিম।ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমের চরম হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন মৌসুমেও ম্যানইউর শুরুটা হয়েছে বাজে। প্রিমিয়ার লিগে চার ম্যাচে তাদের জয় একটি। এক ড্র ও দুই হারে পয়েন্ট তাদের চার।হারের পর আমোরিমকে প্রশ্ন করা হয়, খারাপ ফলাফলের পর এখন ফরমেশন পরিবর্তন করবেন কি না। ম্যানইউ কোচ জানিয়ে দেন, তিনি তার কৌশল পরিবর্তন করবেন না। এ প্রসঙ্গে বলেন, ‘আমি আমার কৌশল পরিবর্তন করব না। যদি তারা পরিবর্তন চায়, তাহলে মানুষ বদলাতে হবে। আমি আমার কৌশলে খেলব যতক্ষণ না আমি নিজেই পরিবর্তন করতে চাই।’তিনি আরও যোগ করেন, ‘আমি...