খুলনার কয়রার অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি আটক হয়েছেন। আংটিহারা কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা এ যৌথ অভিযান চালান।রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় হরিণের ১টি মাথা ও হরিণ ধরার ৩শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়।আটক হরিণ শিকারি উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৩০)।স্থানীয় বাসিন্দারা জানান, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত সুন্দরবনে ঢুকছে অপরাধীরা। লোকালয়ে এসে মাংস ধরা পড়ছে, অথচ বনের ভেতর প্রতিদিন কত হরিণ মারা হচ্ছে, তা কারও জানা নেই। প্রশাসন আরও দায়িত্বশীল না হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর ও আগুনআন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।...