রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজটি দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারী সংকটে ভুগছে। এতে শ্রেণি পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। শিক্ষক সংকটে ঠিকমতো ক্লাস না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে শিক্ষার মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ২০২১ সালে স্কুল অ্যান্ড কলেজটি স্থাপন করা হয়। পরের বছর থেকে শুরু হয় অ্যাকাডেমিক কার্যক্রম। প্রতিষ্ঠানটি যথাযথভাবে পরিচালনার জন্য ৪৬ জন শিক্ষক ও ১৮ জন কর্মচারী পদ সৃষ্টি করা হয়। কয়েকজন শিক্ষক দিয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বেশ কয়েকজন শিক্ষক এ প্রতিষ্ঠানে যোগ দেন। বর্তমান ৪৬ জন শিক্ষকের বিপরীতে ১৮জন শিক্ষক রয়েছে। অন্যদিকে কলেজটিতে ১৮ টি কর্মচারির পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৭ জন। ১১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অসুবিধায় পড়ছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটিতে...