উত্তর:শুরুতেই আমাদের বুঝতে হবে আপনার স্ত্রীর এমন আচরণের সম্ভাব্য কারণসমূহ কী। এটা অসুস্থতাজনিত মানসিক চাপ ও হতাশা থেকে হতে পারে। দীর্ঘ তিন বছর ধরে অসুস্থ থাকা, স্বাভাবিক জীবনযাপন করতে না পারা এবং ক্রমাগত চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার ফলে তার মধ্যে প্রচণ্ড হতাশা, বিরক্তি ও বিষণ্ণতা কাজ করতে পারে। এই মানসিক যন্ত্রণা থেকেই হয়তো তার আচরণে রুক্ষতা বা খিটখিটে ভাব চলে আসা স্বাভাবিক। তার শারীরিক যন্ত্রণা আমাদের বুঝতে চেষ্টা করতে হবে। কিডনি রোগীদের প্রায়শই নানা রকম শারীরিক কষ্ট ও অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হয়। এই কষ্টগুলোও মেজাজ খিটখিটে হওয়ার একটা বড় কারণ। এর সঙ্গে আছে ভবিষ্যতের ভয় ও নিরাপত্তাহীনতা। গুরুতর অসুস্থতা মানুষকে ভবিষ্যতের ব্যাপারে ভীত করে তোলে। নিজের জীবন, আপনাদের সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে তিনি হয়তো অতিরিক্ত সংবেদনশীল বা...