কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। হাইওয়ে পুলিশের বড় গাড়ি টেনে তোলার ক্ষমতাসম্পন্ন রেকার না থাকার কারণে উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার আউলিয়া থানার ওসি আব্দুল মুমিন বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু বড় গাড়ি টেনে তোলার ক্ষমতা সম্পন্ন রেকার না থাকার কারণে উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বার আউলিয়া থানার...