সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর হেফাজতে থাকা এক আসামির আত্মহত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তানভীর চৌধুরী নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি র্যাবের হেফাজতে থেকে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেশনের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি...