কেন্দ্রীয় চুক্তির বাইরে ক্রিকেটারদের সঙ্গে নতুন ক্যাজুয়াল চুক্তি করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না কেন উইলিয়ামসন। তবে আগামী বছরের বিশ্বকাপে খেলতে চান। ২০২৫-২৬ মৌসুমে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ক্যাজুয়াল প্লেয়িং চুক্তিতে উইলিয়ামসন ছাড়াও সম্মত হয়েছেন ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। এই চুক্তির ফলে তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন, একইসঙ্গে নিউজিল্যান্ডের হাই-পারফরম্যান্স সিস্টেমের অংশ হিসেবেও থাকবেন। চুক্তি অনুযায়ী এসব খেলোয়াড় কোচিং, মেডিকেল সাপোর্ট, মানসিক স্বাস্থ্য সহায়তা, জিম ও ক্রিকেট সুবিধা পাবেন। এই পাঁচজন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দলের অংশ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী বিশ্বকাপের আগে নির্দিষ্ট কিছু সিরিজ ও ম্যাচে তাদের উপস্থিতও থাকতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট...