তাইওয়ানকে চাপে রাখতে ও স্বশাসিত দ্বীপটিকে আরও একা করে দিতে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কিছু নথিকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করছে বলে দাবি করেছে তাইপেতে অবস্থিত ডি ফ্যাক্টো মার্কিন দূতাবাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সেসব চুক্তিতে তাইওয়ানের চূড়ান্ত রাজনৈতিক অবস্থান বা ভবিষ্যৎ শাসনকাঠামো নির্ধারিত হয়নি, বলেছে তারা। বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তিতে নথিগুলোর বিস্তৃত ঐতিহাসিক মানে ও আজকের দুনিয়ায় প্রাসঙ্গিকতা নিয়ে তাইপে ও বেইজিং তিক্ত বিরোধে জড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেইজিংয়ের সরকার বলছে, কায়রো ঘোষণা ও পটসডাম ঘোষণাপত্রের মতো নথিগুলো তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের আইনি দাবিকে সমর্থন করছে। কেননা ওই নথিগুলোতে দ্বীপটিকে ‘ফের চীনা শাসনের অধীনে’ নেওয়ার কথা বলা হয়েছে। তাইওয়ান সেসময় জাপানের উপনিবেশ ছিল। একই সময়ে চীন ছিল চীনা প্রজাতন্ত্রের সরকারের অধীনে, গৃহযুদ্ধে মাও জে দংয়ের কমিউনিস্টদের কাছে হেরে ওই সরকার...