জয়পুরহাটের ক্ষেতলালে হতদরিদ্র ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে শতাধিক রোগী বাছাই করে বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে বিনা খরচে ছানি অপারেশন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী...