মৌসুমে দলের প্রথম কয়েক ম্যাচের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না হান্সি ফ্লিক। তবে ভালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর সবচেয়ে সুখী মানুষ যেন তিনিই। বার্সেলোনা কোচের চোখে নিখুঁত ম্যাচ খেলেছে তার দল। ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার দাপুটে পারফরম্যান্সে ভালেন্সিয়াকে ৬-০ গোলে গুঁড়িয়ে দেয় লা লিগা চ্যাম্পিয়নরা। চমৎকার ফিনিশিংয়ে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর চোখধাঁধানো একটি গোল করেন ফের্মিন লোপেস। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দুটি করে গোল করেন রাফিনিয়া ও রবের্ত লেভানদোভস্কিও। গত মৌসুম তিনটি ট্রফি জেতা বার্সেলোনা এবার লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে জিতেছিল ৩-০ গোলে। পরের ম্যাচে লেভান্তের মাঠে ৩-২ গোলে জয় পায় তারা। তৃতীয় ম্যাচে তারা পয়েন্ট হারায় রায়ো ভাইয়েকানোর মাঠে ১-১ গোলে ড্র করে। ম্যাচগুলোতে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছিলেন ফ্লিক।...