বক্তারা আরও বলেন, সভায় সামাজিক সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নে উৎসব পালনে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য সকল পর্যায়ের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।সভায় এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাঝহারুল ইসলাম, উপজেলা বিএনপি...