নেপালে সরকার পতনের দাবির আন্দোলন থেকে বর্তমান পরিস্থিতির কারণে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া একাধিক পাটবাহী ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে আটকা পড়ে আছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক থাকলেও নেপালের অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব পড়েছে কেবল পাট রপ্তানিতে। ফলে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাট নিয়ে আসা চালকরা মানবেতর অবস্থায় বন্দরে দিন কাটাচ্ছেন। চালক রনি ইসলাম ও সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, পাটের ট্রাক নিয়ে সাতদিন ধরে আমরা বন্দরে পড়ে আছি। কর্তৃপক্ষ বলছেন সমাধানের চেষ্টা চলছে। কিন্তু কবে নেপালে যেতে পারবো সেটা নিশ্চিত না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে- গাড়ি নিয়ে আমরা ফেরৎও যেতে পারছি না। ব্যবসায়ী ও শ্রমিক নেতারা জানিয়েছেন, কয়েক মাস নানা প্রতিবন্ধকতার পর বন্দর স্বাভাবিকভাবে চলতে শুরু করেছিল। তবে নেপালের রাজনৈতিক অস্থিরতায়...