রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যেই চলছে উত্তপ্ত সম্পর্ক। ক্রিকেটও যে এর বাইরে নয় সেটার প্রমাণ মিলেছে রোববারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে। হাইভোল্টেজ এই ম্যাচে ভারত সহজে জয় পেলেও ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল মাঠের নানা কাণ্ড।টসের সময় দুই দলের অধিনায়ক কেউই কারও সঙ্গে করমর্দন করেনি। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যাননি। শুরু থেকেই ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে মনে হচ্ছিল তারা যেন ম্যাচ শেষ করতে পারলেই বাঁচে। আনুষ্ঠানিকতার ছিটেফোঁটাও দেখা যায়নি ম্যাচে।পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও যেন ব্যাপারটি মেনে নিতে পারছেন না। অভিযোগের সুরে সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেন, ক্রিকেটে রাজনীতি টেনে এনেছেন সূর্যকুমার যাদব।ভারতের ক্রিকেটারদের এমন আচরণে হতবাক রশিদ লতিফ। তিনি প্রশ্ন করেন, আইসিসি কোথায়, কেনই বা নীরব তারা। এ প্রসঙ্গে তিনি বলেন,...