রাজধানীর আফতাবনগর-বনশ্রী এলাকার মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে নড়াই নদীর (রামপুরা খাল) ওপর তিনটি সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (১৫ সেপ্টেম্বর) আফতাবনগর লেকভিউ রোডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সেতুগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডিএনসিসি প্রশাসক জানান, তিনটি সেতুর মধ্যে দুটি যানবাহন চলাচলের জন্য এবং একটি পায়ে হাঁটার জন্য নির্ধারণ করা হবে। বাংলাদেশ নৌবাহিনীর কারিগরি সহায়তায় সেতুগুলো নির্মাণ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আফতাবনগর–বনশ্রী এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আফতাবনগরে যানবাহনের চাপ বেড়ে যাবে এবং প্রগতি সরণির যানজট নিরসনসহ মেট্রোরেল প্রকল্প চলাকালে মানুষের বিড়ম্বনা কমাতেই এ সেতুগুলো নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন নাগরিকদের প্রতি অনুগ্রহ...