বাংলাদেশে আলাদা কোনো স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের পরিবর্তে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে একটি কাউন্সিল। একইসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম পাল্টে রাখা হবে ‘স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট)’ এবং প্রতিষ্ঠানের প্রধানের পদ পরিবর্তন করে করা হবে ‘চিফ স্ট্যাটিশিয়ান’। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শেষে এই প্রস্তাবের খসড়া জমা দেয় টাস্কফোর্স। খসড়া জমা দেওয়ার সময় নেতৃত্ব দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান। তার সঙ্গে অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাত সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হবে। এটি পরিসংখ্যানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। পাশাপাশি চিফ স্ট্যাটিশিয়ানের নিয়োগ প্রক্রিয়া, ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ ও ব্যয়ের নিরীক্ষা তদারকির দায়িত্বও এ কাউন্সিলের ওপর থাকবে। পরিকল্পনা উপদেষ্টা থাকবেন এর প্রধান। প্রতিবেদনে উল্লেখ আছে, তথ্য প্রকাশে রাজনৈতিক হস্তক্ষেপ ও গড়মিল ঠেকাতে ২০১৩...