‘ঢালিউড কুইন’খ্যাত তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। বড় পর্দায় তার উপস্থিতি নেই বললেই চলে! তবে বিভিন্ন ফ্যাশন হাউজের ফটোশুটে প্রায়ই দেখা যায় এই নায়িকাকে। ফের নববধূ রূপে ক্যামেরাবন্দি হলেন অপু বিশ্বাস। যার একটি রিলস ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তাতে দেখা যায়, অপুর পরনে সাদা রঙের পোশাক। চুলের বেণীতে শোভা পাচ্ছে বেশী ফুল। কপালে টিকলি, কানে দুল, হাতে বালা।আরো পড়ুন:‘আমার শরীর দেখিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই’পূজার ফটোশুটে দীঘি, রূপের আভায় সঙ্গী জিলানী-রাতুল রিলস ভিডিওর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, “রানিরা কাউকে অনুসরণ করে না, রাজকীয় মহিমায় সবাই তাদের প্রতি আকৃষ্ট হয়।” প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। তন্নী নামে একজন লেখেন, “আমি এখন সত্যি পাগল হয়ে যাইতাছি আপু। তুমি কি শুরু করলে এগুলা? তোমাকে দেখতে অনেক...