কয়রার আংটিহারা কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে গ্রেফতার করেছে। এ সময় হরিণের ১ টি মাথা, হরিণ ধরার ৩ শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন, কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর পুত্র মিজানুর রহমান (৩০)। জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রাত ১ টার দিকে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারার রাস্তার উপর থেকে এই হরিণের মাংস সহ তাকে গ্রেফতার করা হয়েছে। আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।আরও পড়ুনআরও পড়ুনপদ্মায় বিলীন বসতঘর, ভাঙন ধরেছে ভাড়ার জমিতেও এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের...