পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম মহাসড়কের পাশে বাজার। চলে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এ দুই ঘণ্টাতেই সেখানে মাছ বিক্রি হয় প্রায় ৩০ লাখ টাকার। পটুয়াখালীর কলাপাড়ার এ বাজারে প্রতিদিন ইলিশ, রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা, পুঁটি, চিতল, বোয়াল, শোল, টেংরা, কোরাল, শিং, কই, মাগুর, বাইন, খলিসা, গজাল ও চিংড়িসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে এ পাইকারী বাজার। মাছের প্রাচুর্য থাকায় এ বাজারটি হয়ে উঠেছে জনপ্রিয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১০ বছর আগে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় মহাসড়কের পাশে কয়েকজন আড়তদার মাছ বিক্রি শুরু করেন। ক্রমান্বয়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়তে থাকায় এ বাজারের নাম হয় ‘নাচনাপাড়া মডেল মৎস্য আড়ত’। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মৎস্য খামারিরা কেউ ভ্যানে করে, কেউ মোটরসাইকেলে করে কেউবা...