ঢাকা: ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত বলেছেন, ৩ হাজার বছর আগে ভারত “সেরা দেশ” ছিল । তার দাবি, ভারত বিশ্বকে নেতৃত্ব দিলেও কোনো দেশ দখল করেনি বা অন্যের বাণিজ্য ঠেকায়নি। ভারতের উন্নতির ভয়ে আজকের বিশ্বশক্তিগুলো দেশটির ওপর শুল্ক আরোপ করছে বলেও দাবি করেছেন তিনি। খবর এনডিটিভি।রোববার আরএসএস প্রধান বলেছেন, প্রায় তিন হাজার বছর আগে ভারত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, তবে কখনোই কোনো দেশ দখল করেনি বা অন্যের বাণিজ্য বাধাগ্রস্ত করেনি। তার দাবি, ভারত যেখানে গেছে, সেখানে সভ্যতা ও জ্ঞান বিতরণ করেছে।নর্মদা পরিক্রমা নিয়ে প্রহ্লাদ প্যাটেলের লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে মোহন ভগবত বলেন, “আমরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু কোনো দেশ দখল করিনি, কারও বাণিজ্য ঠেকাইনি, কারও সংস্কৃতি পরিবর্তন করিনি, কাউকে ধর্মান্তরিত করিনি।...