নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পার না হতেই সুশীলা কার্কির পদত্যাগের দাবি উঠল। গতকাল রোববার রাতে কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই বিক্ষোভ হয়। আর নতুন করে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন সুদান গুরুং। নেপালের ডিজিটাল নিউজপেপার সেতুপতির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সেতুপতি বলছে, মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ও স্লোগান দেয় সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন একটি দল। বিক্ষোভকারীরা নিজেদের ‘জেন জি’ আন্দোলনের নেতা হিসেবে দাবি করে বলেন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিক্ষোভের সময় গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি আমরা আবার রাস্তায় নামি, তবে কেউ আমাদের থামাতে পারবে না। আমরা তাদের টেনে বের করে আনব। আইনজীবী ওম প্রকাশ আরিয়াল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন!’ গুরুংয়ের সঙ্গে গত সপ্তাহের বিক্ষোভে আহত বা...