১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গাজায় নিহত সাংবাদিকদের স্মরণে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন অংশগ্রহণকারী রোববার দক্ষিণ ব্যাংক এলাকায় সরকারি সম্প্রচারকারী এবিসি’র অফিসের বাইরে জমায়েত হন। তারা সাংবাদিকদের উপর হওয়া আক্রমণ ও যুদ্ধের খবর প্রচারে বিশ্ব সম্প্রদায়ের আরও সচেতনতার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভের আয়োজন করা হয়েছিল ‘জাস্টিস ফর প্যালেস্টাইন ম্যাগান-ডজিন’ নামের সংগঠনের পক্ষ থেকে, যা ‘এবিসি স্টপ সাইলেন্সিং প্যালেস্টাই – র্যালি অ্যান্ড মার্চ’ শিরোনামে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সংবাদমাধ্যমকে আরও ব্যাপকভাবে যুদ্ধের খবর প্রচারের আহ্বান জানান। অনেকেই ‘প্রেস’ লেখা ভেস্ট পরে আসেন, যাতে নিহত সাংবাদিকদের নামও উল্লেখ করা হয়েছে। একজন বিক্ষোভকারী এবিসি-কে গাজায় নিহত সাংবাদিকদের তালিকাও প্রদান করেন। সংগঠনটি তাদের ফেসবুক ইভেন্টে অভিযোগ করেছে, এবিসি গণহত্যা লুকাচ্ছে এবং কেবল মুখের কথায়...