• চাহিদার তুলনায় সীমিত সরকারি ওষুধ• আয়ের বড় অংশ যাচ্ছে চিকিৎসা খাতে• ওষুধের দাম বৃদ্ধিতে অনেক ক্ষেত্রে বন্ধ হচ্ছে চিকিৎসা ওষুধ এখন যেন সাধারণ মানুষের কাছে বিলাসী পণ্য। ওষুধের লাগামহীন দামবৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন দীর্ঘমেয়াদি রোগীরা। কিডনি ও ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। সেইসঙ্গে গত এক বছরে গ্যাস্ট্রিক, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত দুই ডজনের বেশি ওষুধের দাম বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। সরকারি হাসপাতালে সামান্য কিছু ওষুধ মিললেও বেশিরভাগ রোগীকে নির্ভর করতে হচ্ছে ফার্মেসির উচ্চমূল্যের বাজারের ওপর। নারায়ণগঞ্জের বিভিন্ন ফার্মেসিতে কথা বলে জানা যায়, গত কয়েক মাসের ব্যবধানে কিছু সংখ্যক ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বর্তমানে ললিক্স প্লাস ১১০ টাকার পরিবর্তে ২০০ টাকা, বিলাস্টিন ১৪০ টাকার পরিবর্তে ১৬০ টাকা, মিনিকন ৩০...