থানা অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে সাদা পোশাকে পুলিশের সিভিল টিমের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছেন এক আইনজীবী। সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কিছু এলাকায় থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে সাদা পোশাকধারী সিভিল টিম পরিচালিত হচ্ছে। তবে, বিভিন্ন সূত্রে জানা গেছে যে এই টিমের কর্মকাণ্ডে অনিয়ম ও আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটছে। এর মধ্যে উল্লেখযোগ্য– ১. সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত নজরদারি ও হয়রানি। ২. অনুমোদিত সীমার বাইরে অভিযান পরিচালনা ও ক্ষমতার অপব্যবহার। আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন,...