সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ টুরিস্টের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত শনিবার সকাল সাড়ে ১১ টায় সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকায় নদীতে গোসলের সময় ১ জন টুরিস্ট নিখোঁজ হয়। টুরিস্ট জাহাজ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী কর্তৃক একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার...